gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হাতিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ক বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ
প্রকাশ : রবিবার, ২২ অক্টোবর , ২০২৩, ০৩:৫০:০০ পিএম
তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি:
GK_2023-10-22_6534ecfb61423.jpg

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ক বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর (রোববার) সকাল এগারোটায় হাতিয়া থানার আয়োজনে চরকিং ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ক বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পু‌লিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম বার।
চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহাম্মদের এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার লাকী, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মোঃ আমান উল্যাহ, হাতিয়া থানার অফিসার ইনচার্জ জিসান আহমেদ, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য জিয়া উদ্দিন আহমেদ, হাতিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার সহ প্রমূখ।
উক্ত সমাবেশে নোয়াখালী জেলা পু‌লিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম( বার) বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এর আগে তিনি হাতিয়া উপজেলার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন।

আরও খবর

🔝