gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড
প্রকাশ : শুক্রবার, ২০ অক্টোবর , ২০২৩, ১০:৪৩:০০ এ এম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
কাগজ সংবাদ::
GK_2023-10-20_65320a4496286.jpg

ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জেলার চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মোহাম্মদ আলী (৪৫) একই গ্রামের জুয়েল সেখ (২০) এ বিষয়ে ইউএনও মাহবুব হাসান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে যমুনা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, অভিযানে জেলেদের কাছ থেকে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট এবং ১০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জোতপাড়া নৌকা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে উদ্ধারকৃত তিন কেজি ইলিশ মাছ স্থানীয় মাদরাসায় দেওয়া হয়।

আরও খবর

🔝