gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশ
প্রকাশ : মঙ্গলবার, ১৭ অক্টোবর , ২০২৩, ০৮:৩১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১২:২০:৪২ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-10-17_652ea238e284c.jpg

মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে নাম লিখিয়েছে জামাল লাল সবুজের দেশটি। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে। ম্যাচের ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ।
প্রথমার্ধে এগিয়ে থেকেও গোল ধরে রাখতে পারেনি জামাল ভূঁইয়ারা। মালদ্বীপের বিপক্ষে ১-১ সমতা থেকেই বিরতিতে যায় দল দু’টি। বিরতির পর ফিরে এ অর্ধের শুরুতে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের লিড দাঁড়ায় ২-১ গোলে। তারপরও শঙ্কা জেগেছিল ম্যাচের ৫৯ মিনিটে দশজনের দলে পরিণত হওয়ায়। শেষ পর্যন্ত একজন কম নিয়েও পায় স্বাগতিকরা। ম্যাচের শেষদিকে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে লালকার্ড দেখেন মালদ্বীপের আহনাফ রশিদ।
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশ সুবিধা আদায় করেছিল ১১ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ডান পায়ের প্লেসিং শটে মালদ্বীপের জালে বল জড়ান রাকিব।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। লিড এনে দেওয়া রাকিব গোলরক্ষককে একা পেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ কাজে লাগাতে পারেননি। মালদ্বীপের গোলরক্ষক হুসাইন শারিফী ডান পায়ে কোনোমতে দলকে বিপদমুক্ত করেন। ৩৩ মিনিটে মালদ্বীপের হামজা মোহাম্মদের কোনাকুনি নেওয়া শট গোলরক্ষক মিতুল মারমা কর্নারের মাধ্যমে দলকে রক্ষা করেন।
ব্যবধান বাড়ানোর সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে না পারলেও মালদ্বীপ ৩৬ মিনিটে ম্যাচে ফিরে আসে। হামাজ মোহাম্মদের কর্নার থেকে আইসাম ইব্রাহিম হেডে গোল করেন।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম। বাম দিক থেকে সাদ উদ্দিনের ক্রস পান্স করেছিলেন মালদ্বীপের গোলরক্ষক। বল জুনিয়র সোহেল রানার পা হয়ে চায় কাছে দাঁড়ানো ফাহিমের কাছে। ফাহিম সুযোগ নষ্ট করেননি। সহজেই গোল করে লিড এনে দেন দলকে।
বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়ে।

আরও খবর

🔝