gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যশোরে শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : বুধবার, ১০ জানুয়ারি , ২০২৪, ০১:২৮:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:০৮:২৯ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-10_659e47425cffb.JPG

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে শ্রদ্ধা জানান এমপি কাজী নাবিল আহমেদের পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুব মহিলা লীগ, রিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এমপি কাজী নাবিল আপনাদের পক্ষে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহদী হাসান মিন্টু, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুল্লাহ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট আবু সেলিম রানা, সম্পাদক মন্ডলী সদস্য সুখের মজুমদার, ফারুক আহমেদ কচি, লুৎফুল কবির বিজু, কামাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্ননাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সহ-সভাপতি রাজু রানা, রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রিয়েল।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবিব, সচিব প্রফেসর এম আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমেদ, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিচালক ডক্টর রফিকুর রহমান, সিবিএ সভাপতি আব্দুল মান্নান। যশোর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আরতি রানী ও সহযোগী অধ্যাপক আরএমএ জাকারিয়া প্রমুখ।
এদিকে, দিবসটি উপলক্ষে যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক সোয়াইব হোসেন। সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ভারপ্রাপ্ত এবিএম ইকবাল আনোয়ার। সরকারি এমএম কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মর্জিনা আক্তার।

আরও খবর

🔝