gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খাজুরায় লকডাউনে দোকান খোলায় জরিমানা
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ০৯:৫৯:১৩ পিএম
খাজুরা (যশোর) অফিস :
যশোরের খাজুরা বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত অভিযানে নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেনসহ সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, চলমান কঠোর লকডাউন কার্যকরে অভিযান চালানো হয়। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় খাজুরা বাজারের পশুহাট এলাকার আল-আমিন হোটেলকে ২ হাজার ৫শ’ টাকা এবং এমপি মোড়ের ফ্রেন্ডস সেলুনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে তিনি ব্যবসায়ীদের সর্তক করে বলেন, ‘লকডাউন কার্যকরে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীকালে একইরকম অপরাধ করলে জরিমানার পাশাপাশি কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।’

আরও খবর

🔝