gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হতে চলেছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ১২:৫১:৪৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1622703155.jpg
অবশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হতে চলেছে। এক বছরের মধ্যে টানা তিন দফা নির্বাচনের পরও সরকার গঠনের মত আসন পায়নি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টি। ফলে সরকার গঠনে বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনেরও চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। বিরোধী দলগুলোকে কাছে টানতে গত ১০ মে থেকে গাজায় হামলা করে বসেন নেতানিয়াহু। কিন্তু ফিলিস্তিনি পুরনো এই কৌশল এবার কাজে দেয়নি। এরই মধ্যে নেতানিয়াহুকে এড়িয়ে ইসরায়েলে নতুন জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। স্থানীয় সময় ২ জুন দেশটির প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে ঐক্যমত্যের খবর জানান। এর মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হতে চলেছে।মধ্যপন্থী দল ইয়েশ আতিদের নেতা ইয়ার লাপিদ বুধবার এক বিবৃতি জোট সরকারে গঠনে ঐক্যমত্যের কথা জানিয়েছেন। ঐক্যমত্য অনুযায়ী, প্রথম দুই বছর কট্টর ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত এবং পরবর্তী দুই বছর লাপিদ প্রধানমন্ত্রী হবেন। অবশ্য এর আগে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সেটি প্রমাণে ব্যর্থ হলে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ মোট আসন সংখ্যা ১২০টি। সরকার গঠনের জন্য ৬১টি আসনের প্রয়োজন হয়।

আরও খবর

🔝