gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৯:২২:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-07-06_686a95284fd17.JPG

যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোববার মুড়লী দানবীর হাজী মুহাম্মদ মহসীন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গীদের শাহাদাতের স্মরণে সহস্রাধিক নারী পুরুষ ও শিশুদের সমাগমে শোক র‌্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে দড়াটানা-চৌরাস্তা- মনিহার হয়ে মুড়লী ইমামবাড়ী যেয়ে শেষ হয়। সেখানে কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতিকের সভাপতিত্বে শোক মজলিশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, উপদেষ্টা ফিরোজ খান, ঢাকা আল হাদী ফাউন্ডেশনের বিভাগায় প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা আলী হায়দার, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা কামরুজ্জামান আবীর ও পেশ ইমাম ইকবাল হুসাইন, সাইফুদ্দিন সাইফুল।অনুষ্ঠান পরিচালনা করেন ইকরার হুসাইন লিটন। মজলিশ শেষে ইমামবাড়ী থেকে মুড়লী মোড় হয়ে তাজিয়া মিছিল ইমামবাড়ী যায়। এসময় উপস্থিতিদের ও এলাকাবাসীদের মধ্যে তাবারক বিতরন করা হয়। সন্ধ্যার পর শামে গারীবার মজলিশ শেষে কমিটির আশুরার দিনের শোক আয়োজন শেষ হয়।


যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত
কাগজ সংবাদ
যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোববার মুড়লী দানবীর হাজী মুহাম্মদ মহসীন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গীদের শাহাদাতের স্মরণে সহস্রাধিক নারী পুরুষ ও শিশুদের সমাগমে শোক র‌্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে দড়াটানা-চৌরাস্তা- মনিহার হয়ে মুড়লী ইমামবাড়ী যেয়ে শেষ হয়। সেখানে কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতিকের সভাপতিত্বে শোক মজলিশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, উপদেষ্টা ফিরোজ খান, ঢাকা আল হাদী ফাউন্ডেশনের বিভাগায় প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা আলী হায়দার, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা কামরুজ্জামান আবীর ও পেশ ইমাম ইকবাল হুসাইন, সাইফুদ্দিন সাইফুল।অনুষ্ঠান পরিচালনা করেন ইকরার হুসাইন লিটন। মজলিশ শেষে ইমামবাড়ী থেকে মুড়লী মোড় হয়ে তাজিয়া মিছিল ইমামবাড়ী যায়। এসময় উপস্থিতিদের ও এলাকাবাসীদের মধ্যে তাবারক বিতরন করা হয়। সন্ধ্যার পর শামে গারীবার মজলিশ শেষে কমিটির আশুরার দিনের শোক আয়োজন শেষ হয়।

 

আরও খবর

🔝