শিরোনাম |
❒ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জুলফিক্কার আলী জুলাই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার (৫ জুলাই) রাত ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ দিন অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা।
রোববার (৬ জুলাই) বেলা ২ টার দিকে পাইকপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তি যোদ্ধা জুলফিক্কার আলী জুলাইকে দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক গোলাম রসুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে উপজেলার রায়পুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, জুলফিক্কার আলী ১৯৭৪ সালে বাংলাদেশ জাতীয় কাবাডি দলে খেলার সুযোগ পান। ১৯৭৯ সালে এশিয়ান গেমসে অংশগ্রহন করে সেরা কাবাডি খেলোয়াড় নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮২ সালে তাঁর নেতৃত্বে বাংলাদেশ সাফ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তিনি ২০০৪ সালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।