gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৭:৫০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-07-06_686a7f5eb6149.jpg

যশোরের চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধে বড় ভাই রবিউল ইসলামকে হত্যা করে পালিয়ে যাওয়া ছোট ভাই ইব্রাহিম খলিলকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। শনিবার রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম চৌগাছার পুড়াহুদা গ্রামের রফি উদ্দিন বিশ্বাসের ছেলে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, জমি বন্ধক দেওয়া নিয়ে ইব্রাহিমের সঙ্গে রবিউলের বিরোধ বাধে। তার জেরে গত ১৪ জুন বেলা ১১টার পর ইব্রাহিম খলিল তার ভাইকে পেয়ে গরু জবাইয়ের ছুরি এনে কোপ মারেন। রবিউল তা দুই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার একটি হাতের কব্জি কেটে পড়ে যায়। এরপর ইব্রাহিম তার বুকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রবিউলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন রাত সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রবিউলের ছেলে খালিদ হাসান চৌগাছা থানায় ইব্রাহিম খলিলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার মণ্ডল জানান, হত্যার পর ইব্রাহিম পালিয়ে যান এবং বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। খবর আসে যে তিনি মহেশপুরের পুড়াপাড়া এলাকায় অবস্থান করছেন। শনিবার রাত ৮টার পর তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরও খবর

🔝