gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ শেষ ধাপে ফিফা ক্লাব বিশ্বকাপ

শিরোপার লড়াইয়ে চার জায়ান্ট ক্লাব
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৪:৩৬:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-06_686a51aa470e2.jpg

ফিফা ক্লাব বিশ্বকাপ পৌঁছে গেছে চূড়ান্ত পর্বে। টিকে আছে মাত্র চারটি দল—চারটি ভিন্ন দেশের চারটি শক্তিশালী ক্লাব। ৮ ও ৯ জুলাই অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল, যেখানে নির্ধারিত হবে কারা উঠবে ১৪ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে।

চলতি ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বড় চমক দিয়েছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা গতকাল হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ বিদায় করেছে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। বাকি দুই কোয়ার্টারে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

আরও পড়ুন...

মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে

মেসির জাদুতে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়


প্রথম সেমিফাইনাল হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায়। মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স। পরদিন অর্থাৎ ৯ জুলাই অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ সেমিফাইনাল—রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। দুই ম্যাচ থেকেই উঠে আসবে দুই ফাইনালিস্ট, যারা ১৪ জুলাই ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপার জন্য মাঠে নামবে।

এই চার দলের মধ্যে রেকর্ড সর্বোচ্চ পাঁচবার ক্লাব বিশ্বকাপ জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব চেলসি একবার—২০২১ সালে—এই টুর্নামেন্ট জিতে নিয়েছে। তবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি এবং ব্রাজিলের ফ্লুমিনেন্স এখনো পর্যন্ত কখনও শিরোপার দেখা পায়নি। ফলে এবার হয়তো ইতিহাস গড়তে পারে নতুন কোনো চ্যাম্পিয়ন।

আরও খবর

🔝