শিরোনাম |
❒ বিমানবন্দরে নতুন এক্সপোর্ট টার্মিনাল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আধুনিক এক্সপোর্ট টার্মিনাল স্থাপনের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায়, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) বিমানবন্দরের রপ্তানি কার্গো টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “আপনারা জানেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল রপ্তানি করা হয়। আজ আমি এসেছি দেখতে যে কীভাবে এসব পণ্য এক্সপোর্ট করা হয়।”
আরও পড়ুন...
মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই
সন্ত্রাস ও অর্থের রাজনীতি নয়, জনস্বার্থের রাজনীতি করতে চাই
তিনি জানান, কিছুদিন আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু সমস্যার কারণে শাক-সবজি ও ফলমূল রপ্তানিতে জটিলতা দেখা দেয়। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। এই প্রেক্ষাপটেই কার্গো টার্মিনাল পরিদর্শন করা হয়েছে বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের রপ্তানি পরিমাণ দিন দিন বাড়ছে। তাই বর্তমান কোল্ড স্টোরেজকে আরও বড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নতুন এক্সপোর্ট টার্মিনালে একটি বড় সুবিধা থাকছে— স্ক্যানিংয়ের পর কোনো পণ্য যদি বিমানে স্থান না পায়, তাহলে সঙ্গে সঙ্গেই তা কোল্ড স্টোরেজে রাখা যাবে। বর্তমানে বিমান অতিরিক্ত মালামাল নিতে না পারলে এসব পণ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকে না।
উপদেষ্টা আরও বলেন, “আমরা শুধু একটি বা দুটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। বিভিন্ন ধরনের পণ্য কীভাবে রপ্তানি করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা ও বিশ্লেষণ চলছে।”
এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রপ্তানি কার্যক্রমে গতি আসবে এবং কৃষিপণ্যসহ বহুমুখী পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।