শিরোনাম |
❒ আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমরা এমন একটি রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সন্ত্রাস, পেশিশক্তি ও টাকার প্রভাব থাকবে না।” রোববার (৬ জুলাই) সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা রাজনীতি করি দেশের স্বার্থে। যারা জনস্বার্থকে প্রাধান্য দেন, তারা কখনও বিভক্ত হন না। তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে—ভালো কাজের, নেতৃত্বের। কিন্তু হিংসা, অন্তর্দ্বন্দ্ব বা পেশিশক্তির রাজনীতির কোনো স্থান আমাদের দলে নেই।”
আরও পড়ুন...
হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার গ্রেপ্তার
আশুরায় ডুবে মরেছিল মিশরের দুঃশাসক ফেরাউন
অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
আখতার হোসেন জানান, পদযাত্রা নিয়ে নওগাঁ শহরে প্রবেশ করার পর জনতার ঢল নেমেছিল। “স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। কিন্তু শহরের অভ্যন্তরীণ রাস্তাগুলোর করুণ অবস্থা আমাদের চোখে পড়েছে। এ জেলার কিছু আলাদা চাহিদা ও সম্ভাবনা রয়েছে, যার জন্য অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি,” তিনি বলেন।
নওগাঁয় অবস্থানকালে স্থানীয় জনগণের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের আলোচনা হয়েছে বলে জানান আখতার হোসেন। তিনি বলেন, “বেকার সমস্যা দূর করতে এবং জনগণের জীবনমান উন্নয়নে কী কী পদক্ষেপ নেয়া যায়—তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের লক্ষ্য, নওগাঁকে এনসিপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তোলা।”
এনসিপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরাঞ্চলেও এনসিপি জনপ্রিয় হয়ে উঠেছে। রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবী, তরুণ থেকে প্রবীণ—সব শ্রেণির মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন। শহীদ পরিবারের সদস্যরাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা আমাদের মনোবল বাড়িয়েছে।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির নেতাকর্মীরা। এ পদযাত্রার মাধ্যমে সারা দেশে দলটির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এনসিপি।