gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার গ্রেপ্তার
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০২:২৯:০০ পিএম
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি:
GK_2025-07-06_686a33ed0aaac.jpg

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাসেম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় হাতীবান্ধা থানা-পুলিশ তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী।

তিনি জানান, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে হাসেম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখযোগ্য যে, হাসেম তালুকদার একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পুলিশের এই গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে এ নিয়ে নানা আলোচনা চলছে।

আরও খবর

🔝