gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০১:৩০:০০ পিএম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
GK_2025-07-06_686a26009bc63.jpg


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৬ জুলাই) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, স্থলবন্দরের অভ্যন্তরের সব ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, "পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (৭ জুলাই) সকাল থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম চালু হবে।"

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, "আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের নিয়মিত পারাপার অব্যাহত রয়েছে। আমরা যাত্রীদের পাসপোর্ট যাচাইসহ যাতায়াতে সহযোগিতা করে যাচ্ছি।"

আরও খবর

🔝