gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায়
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:৪৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-06_686a1b279c213.jpg

বর্তমানে বাড়িতে অতিথি এলে অনেকেই প্রথমে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে চান। যদিও অধিকাংশ রাউটার পাসওয়ার্ড-প্রোটেক্টেড থাকে, অনেক রাউটার নির্মাতা এমন কিছু ফিচার দেয় যার মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াও ইন্টারনেটে সংযুক্ত হওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, কারও অনুমতি ছাড়া তার ওয়াইফাই ব্যবহার করলে আইনি জটিলতায় পড়তে পারেন। তাই সংযুক্ত হওয়ার আগে অবশ্যই অনুমতি নিয়ে নিন।

এবার দেখে নিন কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাইতে সংযুক্ত হওয়া যায়—

১. WPS ব্যবহার করে ওয়াইফাই কানেক্ট করুন সহজে

যদি রাউটারে WPS (Wi-Fi Protected Setup) অপশন চালু থাকে, তাহলে পাসওয়ার্ড ছাড়াও খুব সহজে ফোন বা ট্যাবলেট দিয়ে কানেক্ট হওয়া সম্ভব। পদ্ধতিটি নিম্নরূপ—

স্মার্টফোনের Settings অপেন করুন

Wi-Fi সেকশনে গিয়ে Advanced Settings সিলেক্ট করুন

Connect by WPS Button অপশন বেছে নিন

এবার রাউটারের WPS বাটন চাপুন এবং ৩০ সেকেন্ড ধরে রাখুন

ফোন স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাইতে কানেক্ট হয়ে যাবে

একবার কানেক্ট হলে পরবর্তীবার স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট করবে

২. রাউটারে গেস্ট মোড চালু করে অতিথিকে ইন্টারনেট দিন

অনেক রাউটারে Guest Network অপশন থাকে, যেখানে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ব্যবহার করা যায়। সাময়িক সময়ের জন্য এই অপশন এনাবল করে অতিথিকে ওয়াইফাই ব্যবহার করতে দিন।

ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন: 192.168.0.1 বা 192.168.1.1

ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন (পাসওয়ার্ড না জানলে ‘admin’ দিয়ে চেষ্টা করুন)

ওয়াইফাই সেটিংসে গিয়ে Guest Network এনাবল করুন

গেস্ট নেটওয়ার্কের জন্য একটি নাম দিন এবং সিকিউরিটি অপশন ফাঁকা রাখুন

৩. QR কোড স্ক্যান করে ওয়াইফাইয়ে কানেক্ট করুন

যদিও এটি কিছুটা জটিল, তবে QR কোড স্ক্যান করে পাসওয়ার্ড ছাড়াই সহজে ওয়াইফাইতে সংযুক্ত হওয়া যায়। এভাবে কানেক্ট হতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

ল্যাপটপ ব্যবহার করে QR কোড তৈরি করুন:
বন্ধুর ল্যাপটপে qrstuff.com ওয়েবসাইট খুলুন

বাঁ দিক থেকে WiFi Login অপশন সিলেক্ট করুন

নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন

ওয়েবসাইট QR কোড তৈরি করবে

ফোন দিয়ে QR কোড স্ক্যান করে Connect to this network সিলেক্ট করুন

স্মার্টফোন দিয়ে QR কোড শেয়ার করুন:

Play Store থেকে WiFiKeyShare অ্যাপ ইনস্টল করুন

বন্ধুর ফোনেও অ্যাপটি ইনস্টল করে নিন

অ্যাপে গিয়ে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন

অ্যাপটি একটি QR কোড তৈরি করবে, যেটি স্ক্যান করে আপনি সহজেই কানেক্ট হতে পারবেন

অন্যের ওয়াইফাই নেটওয়ার্কে অনুমতি ছাড়া সংযুক্ত হওয়া আইনত দণ্ডনীয় হতে পারে। সবসময় অনুমতি নিয়ে নেটওয়ার্কে কানেক্ট হোন।

আরও খবর

🔝