gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ শুবমান গিলের অভূতপূর্ব রেকর্ড

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:০৪:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-06_686a11e94de35.jpg


এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ব্যাট হাতে শুবমান গিল যে ইতিহাস গড়লেন, তা ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছে। প্রথম ইনিংসে ২৬৯ রানের দীর্ঘ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও তিনি ঝলমলে ১৬১ রান করে ভারতের জয়যাত্রাকে সুনিশ্চিত করলেন।

গিলের ব্যাটিংয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে, ইংল্যান্ডকে দেওয়া হয়েছে টেস্ট ইতিহাসের অন্যতম বড় লক্ষ্য—৬০৮ রান।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করে গিল উঠে এসেছেন টেস্ট ইতিহাসে মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে যিনি এক ম্যাচে ৪০০ রানের বেশি করেছেন। এটি টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ পারফরম্যান্স, গ্রাহাম গুচের ১৯৯০ সালের ৪৫৬ রানের ইনিংসের পর।

বিশেষ এই রেকর্ডটি আরও বড় করে তোলে কারণ টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার কোনো ব্যাটার একটি ম্যাচে একবার ডাবল সেঞ্চুরি এবং আরেকবার ১৫০ রানের ওপরে রান করেছেন।

আরও পড়ুন...

রাত আড়াইটায় ঋতুপর্ণাসহ পুরো দলকে হাতিরঝিলে সংবর্ধনা

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা


শুবমান গিল অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারের পর টেস্টে দুই ইনিংসেই ১৫০ রানের বেশি করার দ্বিতীয় ব্যাটার। এছাড়া, এক ইনিংসে শতক এবং অপর ইনিংসে দ্বিশতকের এই বিরল কৃতিত্ব ভারতের হয়ে আগে কেবল সুনীল গাভাস্কারই অর্জন করেছিলেন।

ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই শতক করার কীর্তিও গিলের নামে—এর আগে কেবল সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি এই কীর্তি গড়েছিলেন।

ইংল্যান্ডের মাটিতে দুই ইনিংসে শতক করা ভারতীয় ব্যাটার হিসেবে গিলের নামের আগে কেবল ঋষভ পন্তই ছিলেন।

মাত্র ২৫ বছর বয়সে অধিনায়কত্ব পেয়েছেন রোহিত শর্মার অবসরের পর, গিল তার নতুন দায়িত্বে ধেয়ে চলেছেন। অধিনায়ক হিসেবে মাত্র চার ইনিংসে তিনি করেছেন তিনটি সেঞ্চুরি—প্রথম টেস্টে হেডিংলিতে ১৪৭, এরপর এজবাস্টনে ২৬৯ ও ১৬১।

ভারতের দেওয়া ৬০৮ রানের টেস্ট ইতিহাসের অন্যতম বড় লক্ষ্য ইংল্যান্ডের সামনে। চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২ রান, তাদের এখনও প্রয়োজন ৫৩৬ রান।

ভারতের বোলিং তোপে মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ বিশেষভাবে জ্বলে উঠেছেন। সিরাজ ফেরান জ্যাক ক্রলিকে শূন্য রানে আউট করেন, আর আকাশ দীপ বোল্ড করেছেন বেন ডাকেট (২৫) ও জো রুট (৬)।

উল্লেখযোগ্য, টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান। ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয় এসেছে এজবাস্টনে, ২০২২ সালে ভারতের বিপক্ষে ৩৭৮ রান তাড়া করে।

শুবমান গিলের অসাধারণ ব্যাটিং এবং ভারতের দৃঢ় নেতৃত্বের কারণে ইংল্যান্ডের সামনে এজবাস্টনে বড় চ্যালেঞ্জ রইল।

আরও খবর

🔝