gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১১:৫৫:০০ এএম
ঢাকা অফিস:
GK_2025-07-06_686a0fc220907.jpg

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

আজ রোববার (৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মালয়েশিয়ার পুলিশ যে দাবি করেছে, সে বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে সরকারি কোনো পর্যায়ে কোনো বার্তা আসেনি।”

জঙ্গি সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গি কার্যক্রম নেই। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় দেশ থেকে জঙ্গি নির্মূল করা হয়েছে। গত ১০ মাসে কোনো ধরনের জঙ্গি সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। কারণ দেশে এখন আর জঙ্গি নেই।”

এদিন রপ্তানি কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাম্প্রতিক আন্দোলনের ফলে কিছুটা রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটেছিল। বর্তমানে তা স্বাভাবিক হয়েছে কিনা, তা সরেজমিনে দেখতেই আজ রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে এসেছি।”

আরও খবর

🔝