gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
রাত আড়াইটায় ঋতুপর্ণাসহ পুরো দলকে হাতিরঝিলে সংবর্ধনা
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১১:০৬:০০ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-06_686a043fc664c.jpg


বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ করছে, যা দেশের ফুটবল ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। এই গৌরবময় অর্জনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ রোববার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে।

বাংলাদেশ নারী ফুটবল দল আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমার গমন করবে। সেখানে থেকে রাত ৯টায় থাইল্যান্ডে পৌঁছাবে, যেখানে কিছুক্ষণ বিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি দলকে হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে সংবর্ধনার জন্য।

আরও পড়ুন...

ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

ইসরায়েলের হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত


দলের প্রাণশক্তি ঋতুপর্ণা এবং মনিকা চাকমা পরবর্তীতে ভুটান লিগ খেলতে যাওয়ার জন্য ঢাকা ছাড়বেন। এর দুই দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশ্যে রওনা হবেন। পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে এই রাতের আয়োজন।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেও সাত মাস পেরিয়ে গেলেও এখনো অর্থ প্রদান করা সম্ভব হয়নি। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনও কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়া হয়নি।

আরও খবর

🔝