শিরোনাম |
শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশ। কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে জয় পেতে হলে বাংলাদেশকে লড়তে হয়েছে একেবারে শেষ বল পর্যন্ত।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। যদিও বড় কোনো ইনিংস আসেনি, তবু সম্মিলিত প্রচেষ্টায় দলীয় সংগ্রহ দাঁড়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এরপর শুরু হয় বাংলাদেশের বোলিং ঝড়।
আরও পড়ুন...
পবিত্র আশুরার শিক্ষা সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়
যশোর পাউবোর রেস্টহাউজে এক ওসির অনৈতিক কর্মকান্ডে তুমুল হৈচৈ
২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা শুরুটা ভালো করলেও তানজিম হাসান সাকিব ইনিংসের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কাকে মাত্র ৫ রানে এলবিডব্লিউ করে প্রথম ধাক্কা দেন। এরপর কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৯ রানের ঝোড়ো জুটি গড়লেও, তানভীর ইসলামের ঘূর্ণিতে ছন্দপতন ঘটে।
তানভীর এক ওভারে ফিরিয়ে দেন ফিফটি হাঁকানো কুশল মেন্ডিস এবং মাদুশকাকে, যা লঙ্কান ব্যাটিংয়ে ধস নামায়। এরপর শামীম পাটোয়ারী, মেহেদী মিরাজ এবং তানজিমের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা।
তানভীর ইসলাম ৮.৫ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে তুলে নেন ৫টি মূল্যবান উইকেট—এটাই তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফাইফার। তানজিম হাসান সাকিব নেন ২ উইকেট, আর মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ ও শামীম হোসেন প্রত্যেকে নেন ১টি করে উইকেট।
লঙ্কান ব্যাটিংয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন জনাইথ লিয়ানাগে, যিনি ৮৫ বলে ৭৮ রান করেন। কিন্তু অপর প্রান্তে কেউ টিকতে না পারায় শেষ পর্যন্ত ২৩২ রানেই থেমে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের জয় হয় ১৬ রানের ব্যবধানে।
তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ জুলাই, মঙ্গলবার। ওই ম্যাচে জয়ী দল জিতে নেবে সিরিজ।