gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
তিনমাস আগে মহেশপুর সীমান্তে নিহত ওয়াসিমের মরদেহ হস্তান্তর
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০৯:৪১:০০ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
GK_2025-07-05_686947e814331.jpg

গত তিন মাস আগে ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওয়াসিমের মরদেহ শনিবার দুপুরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বিএসএফ এর আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির কোম্পানি কমান্ডার এবং বিএসএফের ১৯৪ ব্যাটালিয়ন এর অধীনস্থ সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর মধ্যে সীমান্ত মেইন পিলার ৬০ এর কাছে শূন্য লাইন হতে ২০ গজ ভারতের অভ্যন্তরে রায়পুর মাঠ নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশি নাগরিক মৃত ওয়াসিমকে (২৭) বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ওয়াসিম মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। এসময় ভারতের ধানতলা থানার এস আই কৌশিক ধর ও মহেশপুর থানার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, দীর্ঘ চিঠি চালাচালির পর মরদেহ ফেরত আনা সম্ভব হয়েছে। অভিযোগ রয়েছে ওয়াসিম বিএসএফের গুলিতে মারা যান। মরদেহ মহেশপুর থানার মাধ্যমে নিহতের পিতা রমজান আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

🔝