gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
বেজপাড়ায় রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধ, দুজন আহত
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০৯:৩৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-07-05_6869474a1c4ac.jpg

যশোর শহরের বেজপাড়া কবরস্থানসংলগ্ন বারো ঘর কলোনির সামনের একটি রাস্তা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দিনভর এ উত্তেজনা চলার পাশাপাশি বিকেলে হামলা চালানো হয়েছে আরেকপক্ষের ওপর। এতে দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, বারো কলোনির রাস্তার একপাশে থাকা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, মৃত খোরশেদের ছেলে ফাহিম ও জামাই রনি সকালে লোকজন নিয়ে এসে একটি প্রাচীর ভেঙে বারো ঘর কলোনির মূল সড়কের সঙ্গে তাদের বসতঘর সংযুক্ত করেন। স্থানীয়দের অভিযোগ, ফাহিমদের নিজস্ব পৌরসভার রাস্তা থাকলেও তারা জোরপূর্বক এ রাস্তাটি দখলের চেষ্টা করছেন।
বারো ঘর কলোনির বাসিন্দা বিল্লাল হোসেন, মিকাইল হোসেন, আব্দুল মালেক, আব্দুল কাদের, সোরাব আলী, দীপা, শিপা জানান, ওই রাস্তাটি মূলত তাদের নিজস্ব জায়গা ছেড়ে গড়ে তোলা হয়েছিল, যাতে সব বাসিন্দা চলাচল করতে পারেন। তারা জানান, রাস্তার মুখে একটি দেয়াল তৈরি করে চলাচল নিয়ন্ত্রণে রেখেছিলেন, যার ওপাশে রয়েছে খোরশেদের বাড়ি। অথচ খোরশেদের বাড়ির দুই পাশেই পৌরসভার বৈধ রাস্তা রয়েছে। তারপরেও প্রভাব খাটিয়ে তাদের রাস্তা দখলের পায়তারা করছেন।
বাসিন্দারা অভিযোগ করেন, শনিবার সকালে খোরশেদের পরিবার প্রাচীর ভেঙে রাস্তাটি জবরদখল করে। প্রতিবাদ জানালে তাদের হুমকি-ধামকি দেওয়া হয়। বিকেলে খোরশেদের স্ত্রী মুন্নী, মেয়ে চাঁদনী, ছেলে ও জামাতাসহ বহিরাগতরা এসে বারো ঘর কলোনির হাবিবের স্ত্রী শিল্পী এবং নাসিমের স্ত্রী ডলির ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় শিল্পীর বুকে ইট ছুড়ে আঘাত করা হয়। পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানার এসআই মিনারা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা দাবি করেন, অভিযুক্ত রনি সাবেক কাউন্সিলর রিয়াজের ভাইপো। বিএনপির প্রভাব দেখিয়ে তিনি এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করছেন। কেউ কেউ আরও অভিযোগ করেন, ওই বাড়িতে মাদকের কারবার চলে। এ কারণেই বিকল্প রাস্তাটি ব্যবহার করতে মরিয়া তারা।
অন্যদিকে, খোরশেদের স্ত্রী মুন্নী দাবি করেন তাদের জমির বৈধ কাগজে রাস্তাটির অস্তিত্ব রয়েছে। অথচ বারো ঘর কলোনির বাসিন্দারা সেই রাস্তা ব্যবহার করতে দিচ্ছিলেন না। বাধ্য হয়ে তারা প্রাচীর ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করেছেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

🔝