gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
যশোরে ছিনতাইয়ের সময় হাতেনাতে তিনজন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০৮:০১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-07-05_686930cc75eff.jpg

যশোরে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার পর যশোরের চাঁচড়া এলাকায়। আটককৃতরা হলেন, রেলগেট পশ্চিমপাড়ার শাহজাহান কবিরের ছেলে লিয়ন, চোরমারা দিঘীরপাড় এলাকার সরোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন এবং রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা জিন্নাতের ছেলে মোহন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা কবির হোসেন পেশায় একটি বেকারির ডেলিভারি ম্যান। তিনি বাইসাইকেলে মালামাল সরবরাহ করেন। কাজ শেষে শুক্রবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে দাড়িপাড়া গ্রামে পৌঁছালে একটি অটোরিকশাযোগে আসামিরা তার গতিরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে কবিরের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় কবির হোসেন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দিয়ে পরে তাদের পুলিশে সোপর্দ করে। পুলিশ একটি হাসুয়া, মোবাইল ফোন ও ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে। মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার পাল জানান, কবির হোসেন নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

🔝