শিরোনাম |
❒ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হবেন, তারা ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীতে ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "যারা আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত, তাদের জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এটা আইনি বিষয়।"
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। যদিও রাজনৈতিকভাবে দ্বন্দ্ব রয়েছে, তবে সব দলই একমত যে মানবতাবিরোধী অপরাধের বিচার হওয়া উচিত।"
আরও পড়ুন...
যশোরে সাড়ে চার কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক
যশোর বিএনপির অফিস পোড়ানো মামলায় পোস্ট অফিসপাড়ার খোকন আটক
আওয়ামী লীগ করলেই কেউ অপরাধী হয়ে যায় না : রাশেদ
তিনি ব্যাখ্যা করেন, “মানবতাবিরোধী অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনা যাবে।”
সম্প্রতি আলোচিত ‘মব জাস্টিস’ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "এটি বিচার বিভাগের প্রতি অবিশ্বাসের প্রকাশ নয়। বরং এটি গত ১৭ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এই রকম প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়।"
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আবু সাইদ বা অন্য শহীদরা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তারা স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ নাগরিক হিসেবে রাস্তায় নেমেছিলেন। তারা নাগরিক সমাজের প্রতিনিধি।”
আসাদুজ্জামান বলেন, “জুলাই বিপ্লবের মূল চেতনা হলো সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। বাংলাদেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে এসব আদর্শ বাস্তবায়ন করা জরুরি।”