gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
যশোর বিএনপির অফিস পোড়ানো মামলায় পোস্ট অফিসপাড়ার খোকন আটক
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০৫:০৫:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-07-05_6869070b56ae3.jpg

যশোরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে পোস্ট অফিসপাড়ার ব্যবসায়ী ও উদীচি কর্মী আব্দুর রহমান মৃধাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটক আব্দুর রহমান মৃধা এবাদত আলী মৃধার ছেলে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাড়ি থেকে আব্দুর রহমান মৃধা এবং আরএন রোড এলাকা থেকে রিয়াদুর রহমান রিয়াদকে আটক করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, আব্দুর রহমান মৃধা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশের অভিযোগ, তিনি বর্তমানে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা চালাচ্ছিলেন। আরো অভিযোগ তোলা হয়েছে যে, ২০২৪ সালের ৪ আগস্ট লালদিঘীরপাড়ে অবস্থিত বিএনপির অফিসে হামলায় তিনি জড়িত ছিলেন। ফলে তাকে ওই মামলায় আদালতে চালান করা হয়েছে।অন্যদিকে, রিয়াদুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

🔝