gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
ব্যাটিং ছাড়াই ম্যাচসেরা গ্লেন ম্যাক্সওয়েল
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০৪:৫৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-05_68690558a72b2.jpg

গ্লেন ম্যাক্সওয়েল মানেই চার-ছক্কার ঝড়। তবে এবার ব্যাট হাতে নয়, বরং বল হাতে বাজিমাত করলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে সিয়াটল ওর্কাসের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট শিকার করে ব্যাটিংয়ে নামারও প্রয়োজন পড়েনি, তবুও ম্যাচসেরার পুরস্কার উঠেছে ম্যাক্সওয়েলের হাতেই।

এই নিয়ে দ্বিতীয়বার ব্যাটিং না করেই ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল। আগেরবার গত বছর জুলাইয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। সেই ম্যাচের পর তিনি মজা করে বলেছিলেন, ‘ব্যাটিং না করেই ম্যাচ-সেরা, আই অ্যাম অ্যাবসলিউটলি লাভিং ইট।’ ইতিহাস যেন এবার নিজেই পুনরাবৃত্তি করল।

আরও পড়ুন...

শূন্য দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণে মুসলিম বিশ্বের নেতৃত্ব জরুরি

রাজশাহী নগরীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ঘোড়াঘাট ৫০ শয্যায় স্বাস্থ্য কমপ্লেক্স : ভোগান্তির শেষ নেই


এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে সিয়াটল ওর্কাস অলআউট হয়ে যায় মাত্র ৮২ রানে। বল হাতে ম্যাক্সওয়েলের পাশাপাশি উজ্জ্বল ছিলেন যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার সৌরভ নেত্রাভালকার। তিনি ১৩ রানে ৩ উইকেট তুলে নেন। তবে এক রান কম খরচ করে ও বোলিংয়ে প্রভাব রাখায় ম্যাচসেরা হন ম্যাক্সওয়েল।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ম্যাক্সওয়েলের ৪৫তম ম্যাচসেরা পুরস্কার। এই রেকর্ডে তিনি এখন ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল, যিনি ৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন।

মাত্র ৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম জয় নিশ্চিত করে ৬৪ বল হাতে রেখেই, মাত্র ২ উইকেট হারিয়ে। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। যদিও এর আগেই তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে।

আরও খবর

🔝