শিরোনাম |
আগামী পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন জুড়েই অব্যাহত থাকতে পারে। শনিবার (৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
রোববার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
এই সময় দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন...
পবিত্র আশুরা: ইতিহাস, তাৎপর্য ও ইসলামসম্মত করণীয়-বর্জনীয়
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আর নেই
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী ও রংপুরের কিছু কিছু স্থানেও বৃষ্টি হতে পারে। তাপমাত্রা এ সময়কাল জুড়ে প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (৯ জুলাই): নতুন করে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণ দেখা দিতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।