শিরোনাম |
❒ সরকারি নির্দেশনা অনুসারে গাছ ধ্বংস, বিক্রেতাদের সতর্ক করলো প্রশাসন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পরিবেশবিনাশী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে পরিচালিত এই যৌথ অভিযানে বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাছ বিক্রেতাদের সতর্ক করে বলেন, “পরবর্তীতে কেউ যদি নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ বা বিক্রয় করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, “সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও মাটির ভারসাম্য রক্ষায় এই গাছ অপসারণ জরুরি।”
তিনি আরও জানান, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের অতিরিক্ত পানিশোষণ ক্ষমতা এবং স্থানীয় জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাবের কারণে এসব গাছ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে, যাতে কেউ পরিবেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে না পারে।