gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে ঢেউ টিন সহায়তা

❒ বক্তব্য দেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৭:০০ এএম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
GK_2025-07-05_6868a9d446e5c.jpg

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করেছে শাহজালাল ইসলামি ব্যাংক। শুক্রবার সকাল ১১টায় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে এ সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামি ব্যাংকের খেপুপাড়া শাখার ম্যানেজার তৌহিদ আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ সনাতন বিশ্বাস এবং ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম সিকদার।

বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দও এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউ টিন তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকারের লোকজন দেশের ব্যাংক থেকে এক লক্ষ কোটি টাকা পাচার করেছে। দেশের অর্থনীতি এখন গভীর সংকটে রয়েছে। গ্রামাঞ্চলের রাস্তাঘাটেরও বেহাল অবস্থা। তাই দেশের স্বার্থে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।”

আরও খবর

🔝