gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ হাসনাত আবদুল্লাহর মন্তব্য

বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনই মূল লক্ষ্য
প্রকাশ : শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৫:২১:০০ পিএম
ঠাকুরগাঁও সংবাদদাতা:
GK_2025-07-04_6867b63b58484.jpg

বিচার ও সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক দল এনসিপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে 'জুলাই পদযাত্রা' শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। সামনে নির্বাচন আসছে, তবে আমাদের কিছু ন্যায্য শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত, তবে সেটি হতে হবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে—এটাই আমাদের মূল লক্ষ্য।

পদযাত্রা পরবর্তী এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও খবর

🔝