gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
মবে জামায়াতের কোনো কর্মী জড়িত নয় : ডা. শফিকুর রহমান
প্রকাশ : শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৩:৩৮:০০ পিএম
নীলফামারী প্রতিনিধি:
GK_2025-07-04_68679d712aab1.jpg


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ বা সংঘবদ্ধ সহিংসতার সংস্কৃতি চলমান রয়েছে, তবে এসব ঘটনার সঙ্গে জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়। তিনি বলেন, “১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলছে, কিন্তু আমরা সব সময় এর বিরোধিতা করে এসেছি।”

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, “এখন দেশে যে অবস্থা বিরাজ করছে, সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগে নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। সেই কারণেই আমরা মৌলিক সংস্কারের কথা বলছি।”
তিনি আরও বলেন, “যারা এসব সহিংসতায় জড়িত, তাদের নিজ নিজ দলের নেতাদের উচিত কর্মীদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।”

আরও পড়ুন...

টানা বৃষ্টিতে বন্যা-ভূমিধসে নিহত ৬৩, শত কোটি টাকার সম্পদ ধ্বংস

মব নয়, জুলাইয়ের ছাত্র-জনতা ছিল বিপ্লবী ও দায়িত্বশীল

মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার


বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। রংপুরে এটি জামায়াতের গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ।

এই জনসভায় অংশ নিতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে হাজারো নেতাকর্মী আসছেন। সমাবেশ ঘিরে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

জামায়াত নেতারা জানিয়েছেন, এই জনসভার মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করতে চান এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে একটি বৃহত্তর গণআন্দোলনের সূচনা করতে চান।
স্থানীয় নেতাদের মতে, রংপুর বিভাগের ৩৩টি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শক্ত অবস্থান গড়ার জন্য আজকের জনসভা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে।

আরও খবর

🔝