gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ উপদেষ্টা মাহফুজ আলম

মব নয়, জুলাইয়ের ছাত্র-জনতা ছিল বিপ্লবী ও দায়িত্বশীল
প্রকাশ : শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০২:১২:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-04_68678ce132eab.jpg

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা কোনো ‘মব’ ছিল না। বরং এটি ছিল একটি গণতন্ত্র ও মানবাধিকারকেন্দ্রিক রাজনৈতিক জাগরণ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, মব ভায়োলেন্স বন্ধ করতে হলে দেশে কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ছাড়া মব প্রতিরোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, বাংলাদেশে প্রথম মব ভায়োলেন্স হয়েছিল বিহারি জনগোষ্ঠীর ওপর। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ও ছাত্রদের বিরুদ্ধে, এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মদদে এই সহিংসতা চলে এসেছে। শাহবাগ আন্দোলন, জনতার মঞ্চ, ২৮ অক্টোবর—এসবকেই তিনি মব জাস্টিস বা মব ভায়োলেন্সের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন...

ইরাকি তেলের ছদ্মবেশে ইরানি তেল পাচার

শুবমান গিলের ২৬৯ রানের ঐতিহাসিক ইনিংস, বিপদে ইংল্যান্ড

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা লিখেছেন, “সামাজিক ফ্যাসিবাদ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রতিক্রিয়া। তা না বুঝলে মব মানসিকতা ও ইসলামোফ্যাসিজম রোধ সম্ভব নয়।” তিনি মনে করেন, জুলাইয়ের ছাত্র-জনতা যে রাজনৈতিক ডায়ালগের ক্ষেত্র তৈরি করেছে, তা কাজে লাগিয়ে গণতন্ত্র ও সামাজিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে সামনে এগিয়ে নিতে হবে।

মাহফুজ অভিযোগ করেন, কিছু মুজিববাদী বামপন্থী ও সাংস্কৃতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবকে আইনশৃঙ্খলার অবনতি এবং ‘মবোক্রেসি’ হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “যদি সত্যিই মব হতো, তাহলে পুলিশ ও আনসারবিহীন দেশ এক মাসের বেশি নিরাপদ থাকত না।”

তিনি আরও লেখেন, ওবায়দুল কাদেরকে রক্ষা করা, সহিংস প্রতিশোধ না নেওয়া—এসবই প্রমাণ করে যে, জুলাইয়ের ছাত্র-জনতা ছিল বিপ্লবী ও দায়িত্বশীল। তারা মব নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইরত একটি সংগঠিত শক্তি।

পোস্টে মাহফুজ আলম বলেন, “আইনের ব্যত্যয় ঘটলে, সাম্প্রদায়িক বা রাজনৈতিক সহিংসতা হলে আইনের আশ্রয় নিন। মব মানসিকতা নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করুন।” তিনি ছাত্র-জনতাকে আহ্বান জানান, যেন তারা মুজিববাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে।

উপদেষ্টা মাহফুজ শেষ পর্যন্ত বলেন, “আমরা কারবালা পার হইতে পারি নাই, এটাই সত্য। কিন্তু জুলাই ও লড়াই এখন একে অপরের সমার্থক।” তাঁর ভাষায়, “মব মানে প্রতিহিংসাপরায়ণতা, কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার লক্ষ্য ছিল গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তোলা। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ।”

আরও খবর

🔝