gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন
প্রকাশ : শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৯:৪৯:০০ এএম
:
GK_2025-07-04_68674f35bd5b6.jpg

আবারও বাংলাদেশের নারী ফুটবলারদেরকে অভিনন্দন জানাতে হচ্ছে। কারণ, ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে। নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল আফঈদরা। বাছাই পর্বের নিজেদের প্রথম দু’টি ম্যাচে বাহরাইন ও মায়ানমারকে হারিয়ে দেয়। অপেক্ষা ছিল শুধু তুর্কিমেনিস্তান ও বাহরাইন ম্যাচের ড্র। শেষ মুহূর্তের নাটকীয়তা ২-২ গোলে দু’দলের ম্যাচটি ড্র হলে বাংলাদেশ পেয়ে যায় এশিয়ান কাপে খেলার টিকিট। ছয় পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা দল লাল সবুজেরা। তুর্কিমেনিস্তানের বিপক্ষে যদি শেষ ম্যাচে হারেও তবু শীর্ষে থাকবে বাংলাদেশ। এমনকি স্বাগতিক মায়ানমার বাইরাইনের বিপক্ষে জিতলেও। অথচ এর আগে এশিয়া কাপে দু’বার কখনোই জয় পায়নি বাংলাদেশ। এবার প্রথম দুই ম্যাচেই যেন সব বুঝে নিল বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ দু’দলই আবার ফিফা র‌্যাংঙ্কিংয়ে বেশ এগিয়ে। বাংলাদেশের ১২৮ এর বিপরীতে বাহরাইন ৯২ আর মায়ানমার ৫৫ নম্বরে।
৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। বুধবার ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারায় ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। দু’টি গোলই করেছেন ঋতুপর্ণা। মায়ানমারের বিপক্ষে এটি প্রথম জয়। এর আগের দেখায় ২০১৮ অলিম্পিক বাছাইয়ে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
কিন্তু এবারের খেলায় বাংলাদেশ জিতেছে। ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আবারও তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন।

আরও খবর

🔝