শিরোনাম |
❒ শারমীন এস মুরশিদ
বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, দেশের নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বর্তমানে এক ‘প্যান্ডামিক’ বা মহামারির পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে নেওয়া পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব উদ্বেগ প্রকাশ করেন।
শারমীন এস মুরশিদ বলেন, “আমি গত ৪০ বছর ধরে নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করছি। সরকার পরিবর্তন হয়েছে, নীতি পরিবর্তন হয়েছে—কিন্তু এই নির্যাতন রোধে কার্যকর সমাধান আসেনি। এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে রাজনীতি, মাদক এবং সমাজে সঠিকভাবে শিশুদের গড়ে তোলার অভাব।”
তিনি বলেন, “এখন নতুন চ্যালেঞ্জ এসেছে—মোবাইল ফোন ও অনলাইন পর্নোগ্রাফি। এর প্রভাবে শিশুরাও ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে।”
আরও পড়ুন...
সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন
জাতীয় ঐকমত্যের বিরল সুযোগ হেলায় হারানো যাবে না
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
উদাহরণ দিয়ে উপদেষ্টা জানান, “সম্প্রতি আমার কাছে একটি অভিযোগ এসেছে—১০ বছরের একটি শিশু আড়াই বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে। আমি এই ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করব? ওই শিশুটি জানেই না সে কী করছে। সে শুধু দেখে বড়রা যা দেখে।”
তিনি বলেন, “এই ধরনের মানসিক বিকৃতি আমাদের সমাজে ভয়ানক সমস্যা তৈরি করছে। আমরা শিশুদের সুরক্ষা দিতে পারছি না, তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারছি না।”
শারমীন এস মুরশিদ আরও বলেন, “আমরা মন্ত্রণালয় থেকে কঠোর আইনি প্রস্তাব তুলতে যাচ্ছি—বিশেষ করে অনলাইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে। বিশ্ব যখন এটি নিয়ন্ত্রণ করতে পারছে, তখন বাংলাদেশ কেন পারবে না? নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের এর অ্যাক্সেস থাকবে না, এটিই আমাদের দাবি।”
তিনি জানান, “এই বিষয়ে আমি সরকারে বসে সর্বোচ্চ চেষ্টা করবো। শিশুদের হাতে এই বিষাক্ত কনটেন্ট তুলে দেওয়া চলবে না।”
নারী ও শিশুনির্যাতন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা বলেন, “এই টিমের কাঠামো ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। দ্রুত বাস্তবায়ন করা হবে।”