gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ কর্মচারীদের আন্দোলনের পর সরকারের উদ্যোগ

সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০৫:৪২:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-03_68666cabc1426.jpg

সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করে এবং তা অনুমোদন পায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে কোন কোন ধারায় পরিবর্তন বা সংশোধন আনা হচ্ছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মচারীরা লাগাতার আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনের ফলেই অধ্যাদেশ সংশোধনের প্রক্রিয়া শুরু হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সিদ্ধান্তকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে আশা ও উদ্বেগ উভয়ই দেখা দিয়েছে, কারণ সংশোধনের প্রকৃত বিষয়বস্তু এখনো প্রকাশ পায়নি।

আরও খবর

🔝