gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ আশুলিয়ায় ছাত্র-জনতার ওপর গণহত্যা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭ আসামিকে হাজির
প্রকাশ : বুধবার, ২ জুলাই , ২০২৫, ১১:২৯:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-02_6864c3ce056e5.jpg

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে প্রিজন ভ্যানে করে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, মো. শহিদুল ইসলামসহ অন্যান্য আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।

আলোচিত এই মামলার তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। বুধবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন।

এর আগে গত ১৯ জুন প্রসিকিউশনের হাতে পৌঁছে যায় তদন্ত প্রতিবেদন। সেখানে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ১১ জনের নাম এখন ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
কী ঘটেছিল ৫ আগস্টে?

আরও পড়ুন...

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল : ট্রাম্প

ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতার মৃত্যু


২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে সাভারের আশুলিয়া থানার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের মৃতদেহ ও আহত ব্যক্তিকে একটি ভ্যানে তুলে প্রথমে একটি স্থানে নিয়ে যায়। এরপর ওই ছয়জনকে—এরমধ্যে একজন তখনো জীবিত ছিলেন—পুলিশের আরেকটি গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

ঘটনায় শহিদ হওয়া ব্যক্তিরা হলেন : সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন, এছাড়া একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এখনো শনাক্ত হননি।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালে এ মামলায় এখন ১১ জন আসামির নাম উল্লেখ করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগে যাদের নাম রয়েছে, তারা হলেন— মুহাম্মদ সাইফুল ইসলাম (সাবেক এমপি), মো. শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল), আবদুল্লাহ হিল কাফি (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা), এ এফ এম সায়েদ (সাবেক ওসি, আশুলিয়া থানা), মো. আরাফাত হোসেন (সাবেক ডিবি পরিদর্শক, ঢাকা জেলা উত্তর), আবদুল মালেক (সাবেক উপ-পরিদর্শক, আশুলিয়া থানা), আরাফাত উদ্দীন (সাবেক উপ-পরিদর্শক), শেখ আবজালুল হক (সাবেক উপ-পরিদর্শক), বিশ্বজিৎ সাহা (সাবেক উপ-পরিদর্শক), কামরুল হাসান (সাবেক উপ-পরিদর্শক), মুকুল চোকদার (সাবেক কনস্টেবল)।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলায় সাতজনকে বুধবার হাজির করা হয়েছে। পরবর্তীতে আরও অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

আরও খবর

🔝