শিরোনাম |
❒ এখন থেকে একসঙ্গেই থাকবেন
বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। খবরটি প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় চমকে ওঠে তার অনুসারীরা ও ভক্তরা।
খবর জানার সঙ্গে সঙ্গে ছুটে যান তার স্ত্রী রিয়া মনি। সেখানে গিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে হিরো আলমের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।
রিয়া মনি লেখেন: "সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।"
আরও পড়ুন...
সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ
আরেকটি পোস্টে তিনি হিরো আলমের বর্তমান অবস্থার কথাও জানান, "আলহামদুলিল্লাহ, আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম। জীবন যুদ্ধে যারা জয়ী হয়, তারাই আসল যোদ্ধা। জীবনের পথে অনেক কিছু মোকাবেলা করতে হয়, অনেক কিছুর শিকার হতে হয়। বলার অনেক কিছু থাকে, কিন্তু বলা যায় না।"
রিয়া মনি আরও জানান, তিনি এখন হিরো আলমের পাশেই থাকবেন।
তিনি লেখেন: "একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ, কিন্তু একটি সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। ভালোবাসার অপর নাম যদি 'ভালো রাখা' হয়, তবে আমি তোমাকে ভালো রাখতে চাই।"
এই বার্তায় স্পষ্ট, তিনি ম্যাক্স অভির সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার হিরো আলমের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন...
হিরো আলম কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, স্ত্রী রিয়া মনি তার বাবার মৃত্যুর সময় পাশে ছিলেন না। তিনি অভিযোগ করেন, "আমি যখন মুমূর্ষু বাবাকে নিয়ে প্রায় এক মাস হাসপাতালে ছিলাম, তখন রিয়া মনি একবারও দেখতে আসেননি। এমনকি বাবার মৃত্যুর পরও লাশ দেখতে আসেননি।"
তিনি আরও জানান, ২০১৭ সালে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে বগুড়ায় মামলা করেন, যার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০২২ সালে দ্বিতীয় স্ত্রী সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়। এরপর রিয়া মনির সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন।
হিরো আলমের আত্মহত্যার চেষ্টার পর বদলে গেছে সম্পর্কের সমীকরণ। পুরনো অভিযোগ পেছনে ফেলে রিয়া মনি এখন পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে সামাজিক মাধ্যমে রিয়া মনির বার্তা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।