শিরোনাম |
গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করা শেফালি জারিওয়ালা প্রাথমিক শিক্ষা শেষে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে পাড়ি দেন মুম্বাই। কিন্তু পড়াশোনার পাশাপাশি তার জীবনে নতুন মোড় এনে দেয় শোবিজে পা রাখার সিদ্ধান্ত। মাত্র ১৯ বছর বয়সে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এই একটি গানই বদলে দিয়েছিল তার জীবন। 'কাঁটা লাগা গার্ল' নামেই পরিচিতি পান তিনি।
তুমুল জনপ্রিয়তার পর শেফালি কাজ করেছেন প্রায় ৩৫টি মিউজিক ভিডিওতে। রূপালি দুনিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করলেও ব্যক্তিগত জীবনে তাকে পাড়ি দিতে হয়েছিল কঠিন পথ। ক্যারিয়ারের তুঙ্গ মুহূর্তে প্রেমে পড়েন জনপ্রিয় গায়ক হরমিত সিংয়ের সঙ্গে এবং ২০০৪ সালে তারা বিয়ে করেন। কিন্তু সেই সংসার ছিল না সুখের।
আরও পড়ুন...
না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী জারিওয়ালা
এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন, প্রথম বিয়ের অভিজ্ঞতা ছিল মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার মতো। যদিও শারীরিক নির্যাতন ছিল না, তবু মানসিক অত্যাচার তাকে ভেঙে দেয়। তিনি বলেন, "ভাগ্যিস নিজে উপার্জন করতাম, তাই বিচারের সাহস পেয়েছিলাম।"
শেফালির মতে, অনেক নারী শুধু সমাজের ভয়েই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, এমনকি শিক্ষিতরাও। বিবাহবিচ্ছিন্ন নারীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি এখনও নেতিবাচক। তাই তিনি নারীদের বিয়ের আগে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।
প্রথম সংসার ভাঙার পর ‘পবিত্র রিশতা’ খ্যাত অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি। শোনা যায়, এই বিয়েতে তিনি ছিলেন সুখী। কিন্তু বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।
শেফালির আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডসহ গোটা বিনোদন জগতে। ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে যাঁর শুরু, জীবনের গল্পটা ছিল বহুপাক্ষিক—আলো আর অন্ধকারের সংমিশ্রণ।