শিরোনাম |
ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিনের পক্ষে শুনানি শেষে বিচারক জামিন অনুমোদন করেন। আদালত জানায়, নোবেলের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে কোনো বাধা নেই।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদীও। নোবেলের আইনজীবী আদালতকে জানান, "দুই পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়েছে এবং বাদীর জামিনে কোনো আপত্তি নেই।"
আরও পড়ুন...
রোবটেই চলবে আগামী দিনের কারখানা
বিচারক সরাসরি বাদীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।” এরপর আদালত জামিনের আদেশ দেন এবং জামিন আবেদনে বিষয়টি লিখে নিতে বলেন।
এর আগে ১৮ জুন আদালতের নির্দেশে মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী তরুণীর মধ্যে পারস্পরিক সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়।
২০২৫ সালের ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পরদিনই পুলিশ তাকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
জামিনের শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন নোবেল নিজেও। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে বাদীর সঙ্গে খোশগল্প করতে দেখা যায়, যা আদালতকক্ষের পরিবেশে একটি ব্যতিক্রম দৃশ্য ছিল। আইনজীবী আশা প্রকাশ করেন, নোবেল আজই কারামুক্ত হবেন।