gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj

❒ জুলাই গণঅভ্যুত্থানের মামলা

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন , ২০২৫, ০২:১২:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-06-24_685a5dfe2e8dd.jpg


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য রাষ্ট্রীয় আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার, ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত দেয় এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ২০২৫ সালের ১ জুলাই নির্ধারণ করেন।

আরও পড়ুন...

৬ জনকে হত্যা করে পোড়ানো: ট্রাইব্যুনালের তদন্তে ১৬ জনের সম্পৃক্ততা


এর আগে, মঙ্গলবার সকালে ট্রাইব্যুনাল জানায়, জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় তৎকালীন একজন পুলিশ সুপারসহ মোট ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে আগামী ২ জুলাই।

প্রসঙ্গত : জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক ঘটনা, যেখানে সহিংসতার নানা অভিযোগ উঠেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিচার প্রক্রিয়া বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তত্ত্বাবধানে চলছে।

এই মামলার রায় বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর

🔝