gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
৬ জনকে হত্যা করে পোড়ানো: ট্রাইব্যুনালের তদন্তে ১৬ জনের সম্পৃক্ততা
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন , ২০২৫, ১২:৩৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-06-24_685a4643b04e8.jpg

আশুলিয়ায় জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে ১৬ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, এ মামলায় গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন আজ তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) দাখিল করার কথা রয়েছে।

আরও পড়ুন...

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু


এছাড়া মানবতাবিরোধী অপরাধ এবং গুমের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আরও ৯ জনকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলার প্রধান তিন আসামি হচ্ছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুন। মামুন বর্তমানে আটক থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আজ আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

আরও খবর

🔝