gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
মাহিয়া মাহি এখন যুক্তরাষ্ট্রে

❒ সিনেমা ও লাইমলাইট থেকে অনেকটা দূরে

প্রকাশ : শুক্রবার, ২০ জুন , ২০২৫, ০৫:২৯:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-06-20_685543f65985b.jpg


অনেকদিন ধরেই ঢাকাই চলচ্চিত্রে অনুপস্থিত জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ তিনি একটি সিনেমায় সাইড ক্যারেক্টারে অভিনয় করেছিলেন বহুদিন আগে। শুধু সিনেমা নয়, রাজনীতিতেও একসময় সক্রিয় ছিলেন তিনি।

তবে এখন মাহি শুধু সিনে পর্দা থেকেই নয়, হারিয়ে গেছেন পুরোপুরি লাইমলাইট থেকেও। সোশ্যাল মিডিয়াতেও তিনি কমই সক্রিয়। বলা চলে, নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা।

এমন এক সময়ে হঠাৎ করেই খবর এল—দেশ ছেড়েছেন মাহিয়া মাহি। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন...

ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ

৫০ গ্রামের লাখো মানুষের একমাত্র ভরসা নৌকা

ভালুকায় মানব কঙ্কালসহ যুবক আটক


বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করে মাহি লিখেছেন, "আচ্ছা ঠিকাছে, বিদায়।" পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তবে কেন হঠাৎ আমেরিকায় পাড়ি—এ নিয়ে প্রথমে কিছু না বললেও পরে গণমাধ্যমকে জানান মাহি। তার ভাষায়, “অনেকেই বলে ভিসা পাইনি, তাই যাওয়া হয়নি। এবার সময় করে এলাম। কয়েকদিন ঘুরেই দেশে ফিরে যাব।”

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন মাহিয়া মাহি। এরপর একে একে উপহার দেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র। তার সাবলীল অভিনয় ও প্রাণবন্ত অভিব্যক্তির মাধ্যমে দ্রুতই জায়গা করে নেন প্রথম সারির নায়িকাদের কাতারে।

বর্তমানে চলচ্চিত্র বা রাজনীতি—কোনো জায়গাতেই তার তেমন সক্রিয়তা নেই। তবে এই সফর ও সামাজিক মাধ্যমে ফিরে আসা কি মাহির নতুন কোনো পরিকল্পনার ইঙ্গিত? সে প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের মনে।

আরও খবর

🔝