gramerkagoj
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
পাপারাজ্জিদের উপর চটলেন সামান্থা
প্রকাশ : বুধবার, ১৮ জুন , ২০২৫, ০৫:৩০:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-06-18_6852a34f3c3b3.jpg


জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যেই নানা কারণে সংবাদের শিরোনামে আসেন। এবার তিনি খবরে এলেন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হতে গিয়ে মেজাজ হারান এই অভিনেত্রী। তার সেই রাগমাখা প্রতিক্রিয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনার দিন সামান্থা ছিলেন সাধারণ জিমের পোশাকে। এক হাতে পানির বোতল, অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কথা বলছিলেন ফোনে। মেকআপবিহীন চেহারায় জিম থেকে বেরিয়ে আসার সময় তিনি কিছুটা অগোছালোভাবে নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই হঠাৎ করে পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন।

 

আরও পড়ুন...

স্মৃতি মুছে ফেলা হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের

সিনেমা থেকে বাদ পড়ছেন কেন দীপিকা?

 


এতেই উত্তেজিত হয়ে ওঠেন সামান্থা। চিৎকার করে বলেন, "দয়া করে থামুন, এসব বন্ধ করুন।" এমনকি গাড়ি আসার পরও তিনি ফের রেগে গিয়ে পাপারাজ্জিদের উদ্দেশে কঠোর ভাষায় বলেন, "এসব আর চলবে না!"

এমন আচরণ দেখে নেটদুনিয়ায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “নতুন সিনেমা মুক্তি পেলেই আচরণ বদলে যাবে।” আরেকজন মন্তব্য করেছেন, “টানা কয়েকটি ফ্লপ সিনেমার পরও এত অহংকার কেন?” অনেকেই আবার তাকে ওজন কমানোর পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, সামান্থাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘সিটাডেল: হানি বানি’ নামক প্রজেক্টে, যা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ থাকলেও তার সাম্প্রতিক ব্যবহার ভক্তদের অনেককেই হতাশ করেছে।

আরও খবর

🔝