gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
নওগাঁয় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দাবিতে অবরোধ
প্রকাশ : বুধবার, ১৬ এপ্রিল , ২০২৫, ০২:৩১:০০ পিএম
মোফাজ্জল হোসেন, প্রতিনিধি নওগাঁ:
GK_2025-04-16_67ff6af93a8fe.jpg

❒ নওগাঁয় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ছবি: মোফাজ্জল হোসেন

নওগাঁয় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দাবিতে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছেন।
আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা বাসস্ট্যান্ড এসে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
ছাত্র নেতারা বলেন, সম্প্রতি পলিটেকনিকগুলোতে কারিগরি ছাত্র আন্দোলনের চলমান ৬ দাবির আন্দোলনের প্রেক্ষিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট কর্মসূচি পালন করছেন।
নওগাঁয় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মোফাজ্জল হোসেন

সম্প্রতি সময় হাইকোর্টের একটি রিটের সিদ্ধান্ত প্রকাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টররা পদোন্নতি পাবেন। এই সিদ্ধান্তকে শিক্ষার্থী সমাজ কালো রিট আখ্যা দিচ্ছে। ক্রাফট ইন্সট্রাক্টরদের সাধারণ যোগ্যতা এইচএসসি-এসএসসি পাস। বাংলাদেশে মনে হয় না এমন কোনো সেক্টর আছে যেখানে এইচএসসি-এসএসসি পাস কোনো ব্যক্তি তার অভিজ্ঞতার জন্য শিক্ষক পদে পদোন্নতি পায়। কোনো সেক্টরে যদি এমন ঘটনার চেষ্টা করা হয় তাহলে তা হবে ওই সেক্টর ধ্বংসের সূচনা।
নওগাঁয় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মোফাজ্জল হোসেন

হাইকোর্টের প্রকাশ কালো রিট শুনানি বাতিল করে শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে দাবি শিক্ষার্থীদের।

আরও খবর

🔝