শিরোনাম |
ঝিনাইদহের মহেশপুরে খালিশপুর-জীবননগর হায়ওয়ে রোডে সড়ক দূর্ঘটনায় নাজিম উদ্দিন (৪৫) নামের ১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন খালিশপুর বাজারে এসে কাজ শেষ করে সাড়াতলা গ্রামের গেলে মোটরসাইকেল থেকে পড়ে যায়। নিজে আহত হয় এবং মোটরসাইকেল কিছুটা ভেঙ্গে যাওয়ার কারণে সাড়াতলা থেকে খালিশপুর বাজারে নিজে ডাক্তার দেখাবে এবং গাড়ি ঠিক করবে বলে আসার পথে খালিশপুর-জীবননগর রোডের গোয়ালহুদা গ্রামের কাছে হক ব্রিক্সের নিকট আসলে মাথা ঘুরে পরে যায় ঠিক তখনি চলন্ত বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে যায়।
ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসছি পুলিশকে খবর দিয়েছি পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।