gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ২০ হাজার টাকা আদায়, থানায় অভিযোগ

মাছ ব্যবসায়ীর কাছে লাখ টাকা চাঁদা দাবি, রাতুল চক্র অভিযুক্ত
প্রকাশ : সোমবার, ২ ডিসেম্বর , ২০২৪, ০৯:৫৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-12-02_674dd96aa86bf.jpg

যশোরের ধর্মতলায় এক মাছ ব্যবসায়ীর কাছে লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় স্থানীয় রাতুল চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে হত্যার হুমকি দিয়ে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জরুরি আইনী ব্যবস্থা নেয়ার জন্য দ্রুত পুলিশি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
যদিও রাতুল পক্ষের দাবি, চাঁদাবাজির ঘটনা নজরুলের সাজানো।
অভিযোগে বলা হয়েছে, যশোরের কেশবপুরের চাদড়া গ্রামের মৃত কিনু মোড়লের ছেলে ইউপি মেম্বার নজরুল ইসলাম (৫১) ধর্মতলার শামসুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। একইসাথে ধর্মতলাবাজারে মাছ ব্যবসা করেন। সম্প্রতি এই ব্যবসা প্রতিষ্ঠানে চড়াও হয় ধর্মতলা এলাকার রাতুল, লিপি বেগমসহ অজ্ঞাত আরো ৫/৬ জন। এদের অনেকে একাধিক মামলার আসামি। বিভিন্ন সময় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে নজরুলের কাছে চাঁদা দাবি করে। গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় নজরুলের ভাড়ার বাড়িতে অনধিকার প্রবেশ করে এক লাখ টাকা চাঁদা দাবি করে ওই রাতুল চক্র। তাদের টাকা না দিলে হত্যার হুমকি দেয়। প্রাণ ভয়ে চাঁদা স্বরুপ ২০ হাজার টাকা দেন নজরুল। যা ওই এলাকার অনেকে জানেন। পরে ২৯ নভেম্বর সকাল ১০ টায় আগের দাবিকৃত চাঁদার বাকি ৮০ হাজার টাকা ফের দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রাতুল চক্র নজরুলকে ধারালো দা দিয়ে কোপাতে আসে। নজরুলের চিৎকারে স্ত্রী রহিমা খাতুন, একই এলাকার কদো বেগম, বাড়ি মালিক সামছুর রহমান, রেকসোনা বিবি, বাজার কমিটির সভাপতি কসাই নজরুলসহ অনেকে ছুটে এসে তাকে রক্ষা করেন বলে থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে। এসময় খুন জখমের হুমকি প্রদর্শন করে চলে যায় অভিযুক্তরা।
এদিকে অভিযুক্ত রাতুল পক্ষের লোকজন জানিয়েছেন, মূলত রাতুল ও লিপিদের সাথে নজরুল ইসলামের অন্য শত্রুতা রয়েছে। চাঁদাবাজির ঘটনা সাজিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছেন নজরুল ইসলাম। কার্যত চাঁদা আদায় কিংবা চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝