শিরোনাম |
যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে হেলাল হোসেন নামে এক যুবককে মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হেলাল ওই গ্রামের শাহাজাহান বিশ্বাসের ছেলে। আসামিরা হলেন মিলন বিশ্বাস ও তার ছেলে মাহি, ভুট্টোর ছেলে আশিক এবং কেরামত আলীর ছেলে দবির।
হেলাল হোসেন এজাহারে উল্লেখ করেছেন, তারা এলাকায় শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। ২২ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। কিন্ত আসামিদের আয়োজন কমিটিতে না রাখায় তার ক্ষুব্ধ হন। এই ঘটনায় ২২ নভেম্বর বেলা ১২টার দিকে তারা পিচ নষ্ট করে ফেলেন। এই ঘটনার প্রতিবাদ করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি, দা, কুড়াল, কুদাল নিয়ে তার ওপর আক্রমণ করে। তাকে মারপিটে জখম করে। এ সময় তার চাচা ঠেকাতে এলে তাকেও মারপিটে জখম করে।