gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কুকুর মেকুর বিলে কি জানের দাম নেই!
প্রকাশ : সোমবার, ২৫ নভেম্বর , ২০২৪, ০২:২৭:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-11-25_674434fd969a6.jpg

কুটিকালে ময়মুরুব্বীগের মুকি শুনিছি জীব হত্যা মহাপাপ। সিডা মানুস হোক আর ঘুঘরো পুকা হোক। পেত্তেকটা পিরানের হত্যা অত্যান্ত গর্হিত কাজ। অবশ্যি একন মানসির সেই মন আছে কিনা সিডাও সন্দো।
ইরাম ইরাম খাইন বাদাচ্চে য্যানে মানসির জীবনই খ্যায় কইরে দেচ্চে অবলীলায়। স¹লির সুমকি চুপা বাইড়োয় কইয়ে যায়, ‘তকন বিবেক কাজ করিনি, আবেগ কাজ কইরেচে’। এই আবেগ আর বিবেকের মদ্দি দিয়ে চাপনিতি বহুত জন বহুত কিচু কইরে যাচ্চে। দু’দিন আগে যিরাম শুনলাম রাজধানী ঢাকায় জাপান গাডেনের খাওয়ার মদ্দি বিষ দিয়ে ১০টা কুকুর আর এট্টা মেকুর মাইরে দেচে কতিপয় অতি সচেতন মানুস। যারা মাইরেচে তাইগের যুক্তি হচ্চে, ইরা বেয়ারিশ পিরানী তাই এইগের মাইরে ফেলায় ভালো। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু। পতের কুকুর মেকুর কার কি ক্ষেতি কচ্চিল যে তাইগের জানে মাইরে দিতি হবে! তাও যে সে ভাবে না। হালুছালু কইরে ডাইকে আইনে খাওয়া দেচে। অবুলা জীব তারা আর জানবে কি কইরে যারা এই কাজ কইত্তেচে তারা তাইগের চাইতেও অধম! আশা সুকি খাতি আইসে বুজদিও পারিনি যে খাওয়ার মদ্দি বিষ মিশোনো।
যারা কইরেচে তারা ভাবিল মানুস মাল্লি কিচু হচ্চে না, স্যানে কুকুর মেকুর। কিন্তুক যাগের বিবেক আচে তারা তো বইসে থাকপে না। জীবজন্তু নিয়ে কাজ করা দি পিপুল ফর এনিমল ওয়েলফিয়ার ফাউন্ডিশন নামের সংস্তার পক্কত্তে আদাবর থানায় হত্যার অভিযোগ কইরেচে। আদাবর থানার ওসি মাকদুম ইমতিয়াজ ভূইয়া চাচা জানায়েচেন এলেকাবাসীর কাচতে অভিযোগ পাইয়ে পুলিশ জাপান গাডেন সিটিতে যাইয়ে ঘটনার সত্যিতা পাইয়েচেন।
পুলিশির পক্কত্তে কওয়া হইয়েচে কোনো বেয়ারিশ কুকুর বা মেকুর বিষ খাওয়ায়ে মারা এট্টা অপরাধ। এ ঘটনায় জড়িতগের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্যি কইয়ে দেচে পুলিশ। ঐ সংস্তার কম্মকত্তা কাজী নওশেবা খালা কইয়েচেন মৃত্যু পিরানীর লাশ ময়না তদন্ত কত্তি দিয়া হইয়েচে। রিপোট বাইরোয় আসলি মামলা করা হবে এনি হাউ যে কোন মূল্যে।
আশা করবো যারা ইরাম কাজ কইরেচে তাইগের দিস্টান্ত মূলক সাজা হবে। তাতে যেদি কিচু মানসির শিক্কে হয় । আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝