শিরোনাম |
লেবাননে বিমান হামলার মধ্যেই স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, তারা সীমান্ত এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত আকারে সুনির্দিস্ট লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে। খবর রয়টার্সের।
ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, যে তারা সীমান্তের কাছাকাছি দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমিত স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি, এসব জায়গা থেকে হামলা হলে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা হুমকির মুখে থাকেন। তারা আরও বলেছে, বিমান বাহিনী এবং আর্টিলারি স্থল বাহিনীকে সহায়তা করছে। দেশটির রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তেই এই অভিযান চালানো হচ্ছে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে ভারী গোলাবর্ষণ এবং আকাশে হেলিকপ্টার ও ড্রোনের আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন লেবাননের সীমান্ত শহর আইতা আল-শাবের স্থানীয় বাসিন্দারা।
এর আগে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট উত্তর ইসরায়েলের স্থানীয় কাউন্সিলের নেতাদের বলেন, লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় শিগগিরই যুদ্ধ দ্বিতীয় পর্যায়ে গড়াবে। এর লক্ষ্য হবে হিজবুল্লাহর রকেট হামলার কারণে ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত লোকজনকে তাদের বাড়িতে ফিরিয়ে আনা।
এদিকে ইসরায়েলের সঙ্গে স্থলযুদ্ধের জন্য প্রতিরোধ বাহিনী প্রস্তুত বলে সোমবার মন্তব্য করেন হিজবুল্লাহর ডেপুটি লিডার নাইম কাসেম।