gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
‘বিসিএসে রেকর্ড মার্ক পেয়ে প্রথম হওয়া ‘সুশান্ত পাল’ ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে’ পোস্টের বিষয়ে যা জানা গেল
প্রকাশ : শনিবার, ১৩ জুলাই , ২০২৪, ০২:২২:০০ পিএম , আপডেট : রবিবার, ১ ডিসেম্বর , ২০২৪, ০৩:০৬:৪৮ পিএম
গ্রামের কাগজ ফ্যাক্টচেক ডেস্ক ::
GK_2024-07-13_66923a11b64ce.jpg

পিএসসির প্রশ্ন ফাঁস ইস্যুতে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ইস্যুতে নানা ভুয়া তথ্য প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্নফাঁসকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের নাম জড়িয়েও হয়েছে অপপ্রচার। এবার উঠে এসেছে সুশান্ত পালের নাম। আজ (১৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রীনশট বেশ ভাইরাল হয়েছে। দৈনিক শিক্ষা নামের ঐ ফেসবুক পেজের পোস্টে লেখা আছে ‘ ৩০ তম বিসিএসে রেকর্ড মার্ক পেয়ে প্রথম হওয়া ‘সুশান্ত পাল’ ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে। আবেদ আলীর প্রশ্ন সাপ্লায়ের ১০৫ জন লিস্টের ১১ নম্বারে সুশান্ত পালের নাম। কালবেলা নিউজ’
এই পোস্টের স্ক্রীনশট আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে। কমেন্টও করেছেন অনেকে। আদৌ ঘটনা কি জানতে কাজ করেছে গ্রামের কাগজের ফ্যাক্টচেক টিম। তথ্য অনুসন্ধানে যা উঠে এসেছে তা হলো ছবিতে দেখতে পাওয়া দৈনিক শিক্ষা নামের ঐ ফেসবুক পেজে বেলা ১২ টার পর (১৩ জুলাই) এমন কোন পোস্ট পাওয়া যায়নি। এর দুটি কারণ হতে পারে প্রথমত পোস্টটি ডিলিট করা হয়েছে এবং দ্বিতীয়ত যে পোস্টের ছবিটি বিভিন্ন ওয়ালে ঘুরছে সেটি এডিট করা। যদিও তা প্রমাণ হয়নি।
এবার আসা যাক তথ্য সূত্রে। তথ্য সূত্র হিসেবে কালবেলা নিউজের নাম এসেছে। তবে কালবেলার অনলাইন পোর্টালে এ ধরনের কোনো নিউজ পাওয়া যায়নি। এদিন কালবেলার অনলাইনে ‘ আমি আপনার ফরমায়েশের চাকর নই : সুশান্ত পাল ’ শিরোনামে একটি নিউজ আপ হয়েছে। যা কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিজের অবস্থান ব্যখ্যা করে সুশান্ত পালের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। এদিন কালবেলার ইউটিউব চ্যানেল কালবেলা নিউজেও ভাইরাল পোস্ট সংক্রান্ত কোনো ভিডিও পাওয়া যায়নি। ‘ প্রশ্ন কেনা পরীক্ষার্থীদের নাম ঠিকানা পেয়েছে সিআইডি’ এবং ‘এবার ফেঁসে যাচ্ছেন প্রশ্ন কিনে চাকরি পাওয়ারাও’ শিরোনামে দুটি ভিডিও স্টোরি আপ হলেও সেখানে কোথাও সুশান্ত পালের নাম বা এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানে জানানো হয়েছে আবেদ আলী ৩৩ বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিলেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝