gramerkagoj
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নতুন রূপে বাজারে আসছে নোকিয়ার স্মার্টফোন
প্রকাশ : সোমবার, ২০ মে , ২০২৪, ০৩:২১:০০ পিএম , আপডেট : সোমবার, ২১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৩:০১ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-05-20_664b11960f94c.jpg

বাজার মাতাতে জনপ্রিয় মোবাইল ফোন নোকিয়া আসছে নতুন রূপে। এক সময় বিশ্বজুড়ে মোবাইল জগতে নোকিয়ার ছিল একচ্ছত্র সাম্রাজ্য। ডিজিটাল যুগ শুরু হতেই আস্তে আস্তে বাজার থেকে ফিচার ফোন তৈরি বন্ধ করে দেয় নোকিয়া। এমন বাস্তবতায় নোকিয়া মোবাইল ফোনের বাজারে স্বমহিমায় ফিরে আসা শুরু করলো। এইচএমডির গুগলের সাথে একটি অংশীদারিত্ব রয়েছে এবং তারা তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে, যেখানে এইচএমডির ফিচার ফোনগুলো সিরিজ +৩০ প্ল্যাটফর্ম ব্যবহার করে। এইচএমডির সদর দফতর ফিনল্যান্ডে এবং এটি মূলত প্রাক্তন নকিয়া এক্সিকিউটিভদের দ্বারা পরিচালিত।
এইচএমডি গ্লোবাল অধীনস্ত নোকিয়া পুনরায় ফিচার ফোনের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য নতুন করে এগিয়ে এসেছে। এইচএমডি সংস্থা নোকিয়া নতুন স্মার্টফোন বাজারে আনছে।
নোকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বাজারের সবচেয়ে ছোট স্মার্টফোন লঞ্চ করছে তারা। ইতিমধ্যে ফোনটি লঞ্চ করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি ওই ফোনের কয়েকটি ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা স্মার্ট ফোন প্রেমীদের কাছে বেশ ভাইরাল হয়ে উঠেছে।
দুর্দান্ত এই স্মার্টফোনে ১ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। জনপ্রিয় স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া যে সর্বদা তার গ্রাহকদের সারপ্রাইজ দিতে ভালোবাসে, তা আরও একবার প্রমাণিত হলো।
খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলা দুর্দান্ত এই স্মার্টফোনে ২.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে লক্ষ্য করা যাবে। যা ১৭৬×২০৮ পিক্সেল রেজুলেশন সমর্থন করতে পারে। দুর্দান্ত এই মোবাইলের অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে, আপনি এতে নোকিয়ার সর্বশেষ অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। পাশাপাশি এই স্মার্টফোনে ৮এমবি ফোন স্টোরেজও লক্ষ্য করা যাবে।
এই স্মার্টফোনে ১ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। এর পাশাপাশি কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে যে, আপনি এতে ৩জিপি এমপিফোর এবং এমপি৩ অডিও প্লে করে দুর্দান্ত গান শুনতে পারবেন! ভারতের বাজারে লঞ্চ হতে চলা এই স্মার্টফোনে 900mAh-এর শক্তিশালী ব্যাটারি ব্যাক-আপ থাকবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। স্মার্টফোনের দাম জানলে অবাক হবেন, আপনার পছন্দের ফোনটি মাত্র ৪,৪৯৯ টাকায় কিনতে পারবেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝